Title:Shoto Asha
Band:Shunno
Band:Shunno
Shoto Asha lyrics
শত আশা
শত আশা
শত আশা
শত আশা
কিছু পাবার আশায়
স্বপ্নগুলো আজ সত্যির পথে
কিছু দেখাবো বলে
স্বপ্নগুলো আজ মুক্তির পথে
আজ সব পথ পেরিয়ে
শত বাধা এড়িয়ে
লক্ষ্য খুঁজতে চাই
আজ সব পথ পেরিয়ে
শত বাধা এড়িয়ে
লক্ষ্য খুঁজতে চাই
শত আশা
শত আশা
শত আশা
শত আশা
আজ হাতে রেখে হাত
স্বপ্নগুলো আজ
একসাথে
ভুলে যাব না বলে
স্বপ্নগুলো আজ সৃষ্টির পথে
আজ সব পথ পেড়িয়ে
শত বাঁধা এড়িয়ে
লক্ষ্য খুজতে চাই
আজ সব পথ পেরিয়ে
শত বাধা এড়িয়ে
লক্ষ্য খুঁজতে চাই
আশাগুলো আজ আলো হয়ে জ্বলে উঠে
আশাগুলো আজ হেসে তৃপ্তি নেয়
এতে নেই কোন পিছু টান নেই কোন বাঁধা
শত আশা
শত আশা
শত আশা
শত আশা
শত আশা
শত আশা