Shopnoghum lyrics

Shopnoghum lyrics by Bay of Bengal

 

Title:Shopnoghum
Band:Bay Of Bengal
 
রয়ে যাবে অনেক স্বপ্নঘুম জমবে না বোঝাপড়া।
ফিরবে ঘরে একলা মন গোপনের নিঝুম বৃস্টিঝরা।
বহুদুর পেরিয়ে চলে যাই স্মৃতি হাতড়াই, তুমি নাই কতদুর…..
আর কতদুর সে পথ চলে গেছে অজানায় বদলে কি গেছে তোমার আমার ঠিকানাটাই,
ও ও ও ঠিকানাটাই
আমার ও মনের শেষটা যায় না দেখা তোমাকে ও হয়নি পুরোটা লেখা
বলে যাই দু চোখ শোনে না শুধু চোখেরি দেখাটাই,
বহুদুর পেরিয়ে চলে যাই স্মৃতি হাতড়াই তুমি নাই কতদুর….
আর কতদুর সে পথ চলে গেছে অজানায় বদলে কি গেছে তোমার আমার ঠিকানাটাই,
ও ও ও ঠিকানাটাই
ভেবে তোমায় ঝরে চোখ দিয়ে নোনা জল ডুবে যাই গভীরে স্মৃতি অতল থেমে যাই এই পথ পুরনো ফিরে পাই বুজে চোখ, আর তাই বহুদুর পেরিয়ে চলে যাই স্মৃতি হাতড়াই তুমি নাই কতদুর….
আর কতদুর সে পথ চলে গেছে অজানায় বদলে কি গেছে তোমার আমার ঠিকানাটাই,
ও ও ও ঠিকানাটাই!

 

Leave a Comment