Shopno Dekhar Gaan lyrics by Avoidrafa
Title: Shopno Dekhar Gaan
Band: AvoidRafa
Album: Bhaar
অন্ধকারে অপলক তুমি সঞ্চয় শুধু ঘৃণা আজ তোমার
হারিয়ে গেছে ভালবাসা অতএব আজ বিভাজন
মনে করো কোন শেষ বিকেলে ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভিড়ে একটিবার তোমার সব কান্না ভুলে
কখনো ভেবেছিলে কি থেমে যাবে সবকিছু এভাবে
কখনো ভেবেছিলে কি হারাবে সব আঁধারের মাঝে
মনে করো কোন শেষ বিকেলে ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভিড়ে একটিবার তোমার সব কান্না ভুলে
মনে করো কোন শেষ বিকেলে ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভিড়ে একটিবার তোমার সব কান্না ভুলে
মনে করো কোন শেষ বিকেলে ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভিড়ে একটিবার তোমার সব কান্না ভুলে
মনে করো কোন শেষ বিকেলে ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভিড়ে একটিবার তোমার সব কান্না ভুলে
মনে করো কোন শেষ বিকেলে ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভিড়ে একটিবার তোমার সব কান্না ভুলে
মনে করো কোন শেষ বিকেলে ব্যস্ত মোরা স্বপ্ন বোনার মাঝে
ভাসবে তুমি ঘুম আর মেঘের ভিড়ে একটিবার তোমার সব কান্না ভুলে