Shondha song lyrics by Warfaze
শিরোনামঃসন্ধ্যা
ব্যান্ডঃওয়ারফেইজ
অ্যালবামঃপথচলা
অ্যালবামঃপথচলা
সন্ধ্যা নেমেছে
কোলাহল থেমে যাবে
নিঝুম নিথর নিশ্চুপ হবে এবার
গোধূলি রক্তিম রাত্র স্মরণ করায়
সারা বেলা বিষাদময় গ্লানি
প্রভু ক্ষমা করো, ক্ষমা করো
আমার আবিলতা
প্রভু ক্ষমা করো আমার অসাড় ক্লান্তি
প্রভু ক্ষমা করো, ক্ষমা করো
আমার আবিলতা
ক্ষুদ্র অলংকারে সারা বেলায় অস্থিরতা
রাত নেমে এলো অনন্ত
নক্ষত্র এখানে নেই
বড় একা, বড় অসহায় আমি
আমি শুধু নিঃসঙ্গ আঁধারের স্থূলতায়
নির্বাক, নিশ্চুপ, গভীর এ বাগান
প্রভু ক্ষমা করো, ক্ষমা করো
আমার আবিলতা
প্রভু ক্ষমা করো আমার অসাড় ক্লান্তি
প্রভু ক্ষমা করো, ক্ষমা করো
আমার আবিলতা
ক্ষুদ্র অলংকারে সারা বেলার অস্থিরতা
ফেলে যাবো সারা বেলা
চেনা সময়ের বাঁধন
ফেলে যাবো সারা বেলা
চেনা জগতের সীমা
আমি, আমার নির্যাস
থেকে যাবো সময়ের পর
প্রভু ক্ষমা করো, ক্ষমা করো
আমার আবিলতা
প্রভু ক্ষমা করো আমার অসাড় ক্লান্তি
প্রভু ক্ষমা করো, ক্ষমা করো
আমার আবিলতা
ক্ষুদ্র অলংকারে সারা বেলার অস্থিরতা