Title:Shomoy Nei Aar
Band:Nemesis
Shomoy Nei Aar lyrics
কে রাখেনি তারই কথা
আমি চাইনি তোমারই চাওয়া
কেউ আসেনি এ কারখানাতে
তোমার কথা শুনে যায় হারাতে
কোনোদিনও আমায় দেখে
কোনোদিনও আমায় ভেবে
সময় নেই আর সরে দাঁড়াবার
সময় নেই আজ ফিরে তাকাবার
সময় নেই আর কোনোকিছু হারাবার
সময় নেই আর
কেউ দেখেনি তোমার আগমন
কেউ বোঝেনি তোমার প্রয়োজন
কোনোদিনও তোমায় দেখে
কোনোদিনও তোমায় ভেবে
সময় নেই আর সরে দাঁড়াবার
সময় নেই আর ফিরে তাকাবার
সময় নেই আজ কোনোকিছু হারাবার
সময় নেই আর
এখন কি হবে
সবার দিকে তাকিয়ে?
কত কি দেখার আছে
এ কারখানাতে
সময় নেই আর সরে দাঁড়াবার
সময় নেই আজ ফিরে তাকাবার
সময় নেই আর কোনোকিছু হারাবার
সময় নেই আর