Shomoy Ekhon Amar lyrics

Title:Shomoy Ekhon Amar
Band:Shunno

Shomoy Ekhon Amar lyrics

আজকে আমি হাঁটবো আবার
খুলবো দুয়ার ভয় হারাবে
আজকে আমি গুমরো উঠা কষ্টগুলো দেবো ভেঙ্গে
জেনে রাখিস আঁধার কখনো
নিতে পারে না আলো
তুই আঁধারে থাকিস পড়ে
তুই লুকিয়ে থাকায় ভালো
সময় এখন আমার, এই যুদ্ধ যে আমার
আজ হারবো না আমি আর
সময় এখন আমার, এই যুদ্ধ যে আমার
আজ হারবো না আমি আর তোদের কাছে
তবু আমি থামবো না আর, ভাঙ্গবো না আর তোদের কাছে
যতবার আমায় নুইয়ে দিবি, উঠে দাঁড়াই মনের জোরে
সময় এখন আমার, এই যুদ্ধ যে আমার
আজ হারবো না আমি আর
সময় এখন আমার, এই যুদ্ধ যে আমার
আজ হারবো না আমি আর তোদের কাছে
সময় এখন আমার, এই যুদ্ধ যে আমার
আজ হারবো না আমি আর
সময় এখন আমার, এই যুদ্ধ যে আমার
আজ হারবো না আমি আর তোদের কাছে

Leave a Comment