Shokhi Bhabona Kahare Bole Lyrics

Shokhi Bhabona Kahare Bole Lyrics

সখী ভাবনা কাহারে বলে লিরিক্স

সখী, ভাবনা কাহারে বলে ।

সখী, যাতনা কাহারে বলে ।

তোমরা যে বল দিবস-রজনী ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’-

সখী, ভালোবাসা কারে কয় ।

সে কি কেবলি যাতনাময় ।

সে কি কেবলি চোখের জল? সে কি কেবলি দুখের শ্বাস?

লোকে তবে করে কী সুখেরি তরে এমন দুখের আশ।

আমার চোখে তো সকলি শোভন,

সকলি নবীন, সকলি বিমল,

সুনীল আকাশ, শ্যামল কানন,

বিশদ জোছনা, কুসুম কোমল – সকলি আমারি মতো ।

তারা কেবলি হাসে, কেবলি গায়,

হাসিয়া খেলিয়া মরিতে চায়-

না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত ।

ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়,

হাসিতে হাসিতে আলোকসাগরে আকাশের তারা তেয়াগে কায় ।

আমার মতন সুখী কে আছে ।

আয় সখী, আয়, আমার কাছে-

সুখী হৃদয়ের সুখের গান

শুনিয়া তোদের জুড়াবে প্রাণ।

প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা –

একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ।।

 

Shokhi Bhabona Kahare Bole Lyrics,তাকিয়া অসমানের দিকে লিরিক্স

সখী ভাবনা কাহারে বলে লিরিক্স,

Shokhi Bhabona Kahare Lyrics,

সখী ভাবনা কাহারে লিরিক্স,

Shokhi Bhabona Lyrics,

সখী ভাবনা লিরিক্স,

Shokhi Bhabona Kahare Bole,

সখী ভাবনা কাহারে বলে,

Shokhi Bhabona Kahare Bole Lyric,
সখী ভাবনা কাহারে বলে Lyrics,
Shokhi Bhabona Kahare Lyric,
সখী ভাবনা কাহারে Lyrics,
Shokhi Bhabona Lyric,

সখী ভাবনা Lyrics,

Shokhi Bhabona Kahare Bole,

সখী ভাবনা কাহারে বলে,

 

Leave a Comment