Shaharar Topto Morute Lyrics | সাহারার তপ্ত মরুতে

Shaharar Topto Morute Lyrics,

সাহারার তপ্ত মরুতে

সাহারার তপ্ত মরুতে

একটি ফুলযে ফুটলো,

যে ফুলের সুবাসে

বনে কত পাখি আর

অলিরাও মিছিলে ছুটলো।

যে ফুলের পরশে পাথর হলো খাঁটি সোনা,

সেই ফুলের রঙ নিয়ে হৃদয় এঁকেছে আল্পনা।

সেই ফুল হলো রে চাঁদ মোর মনো আকাশে ||

মিটিমিটি হেসে সে উঠলো…

আল্লাহ তা’লার প্রিয় ছিলো যেই ফুল,

নামছিলো তার মুহাম্মদ রাসূল(স)

যেজন নিলো তার সুঘ্রাণ সহসাই

চরণতলে সে লুটলো…

Leave a Comment