Ruposhi Nogor Lyrics

Title:Ruposhi Nogor
Band:Shironamhin

Ruposhi Nogor Lyrics

আবার হবে দেখা
তোমাদের এই অচিন নগরে
সহসা ধূসর ধুলোর ভীড়ে
অচেনা রূপসী নগরে
আবার হতে পারে দেখা
আবার হবে কথা
অনেকের এই প্রিয় নগরে
অনেক হারাবার প্রান্তরে
অজানা রূপসী নগরে
আবার হতে পারে দেখা
রূপসী নগরে আমি একা দাড়িয়ে
তোমাদের উষ্ণতার আশায়
রূপসী নগরে আমি একা দাড়িয়ে
তোমাদের উষ্ণতার আশায়
রূপসী উষ্ণ এ পথে
নির্বাক সব কথার ভীড়ে
ধূলোয় ধুলো প্রান্তরে
দেখা আবার হতে পারে
হেঁটে যাই আমি
ধূসর ছাড়িয়ে
দেখা হবে সবুজ আশায়
রূপসী নগরে আমি একা দাড়িয়ে
তোমাদের উষ্ণতার আশায়
রূপসী নগরে আমি একা দাড়িয়ে
তোমাদের উষ্ণতার আশায়

Leave a Comment