Rupkotha Shey lyrics Ashes

 

Rupkotha Shey song lyrics

রূপকথা সে গানের লিরিক্স

শিরোনামঃ রূপকথা সে
কন্ঠঃ জুনায়েদ ইভান
ব্যান্ডঃ অ্যাশেজ
অ্যালবামঃ ছারপোকা

সারা আকাশ জলে ভেসে যায়
কান্না গুলো রোদে পুড়ে যায়
সব; জমে থাকা আঙুলে
খুব বেশি কী চেনা হয়েছিল
রাগ গুলো কী সুখী হয়েছিল;মন

মাঝে মাঝে মন কী যে চায়
মাঝে মাঝে রূপকথা সে
মাঝে মাঝে মন ফেরে না
জলে ভেসে যায়
কান্না গুলো রোদে পুড়ে যায় ;আবার।

তবু চোখ ভেবে দেখেছে কী; রাগ
ছিল ভুলটা; ঘুড়ি
ওড়েনি আকাশ।
নাকি ছুঁয়ে দাও।

 

Leave a Comment