Ruddhobodh lyrics by Black
Ruddhobodh lyrics
Title:Ruddhobodh
Band:Black
দেয়ালে ঠেকেছে পিঠ
দৃস্টির পথে ঘুরছিল কেউ
খুব কাছেই কালো স্মৃতি,
পালকেও রক্তের দাগ দেখি
সময় বিরুপ হলে
এমন হতেও তো পারে
ছায়া ঘনীভূত হয়ে পাথর হয়েছে
তবু কথা কিছু আশেপাশে থাকে
এবার তেমন কিছু হতেও কি পারে?
সময় বিরুপ হলে
এমন হতেও তো পারে
ছায়া ঘনীভূত হয়ে পাথর হয়েছে
সময় বিরুপ হলে
এমন হতেও তো পারে
ছায়া ঘনীভূত হয়ে পাথর হয়েছে