Romjan Niye Elo Lyrics, রমজান নিয়ে এলো লিরিক্স

Romjan Niye Elo Lyrics,

রমজান নিয়ে এলো লিরিক্স

আহা রমজান নিয়ে এলো

রহমত অপার

ডালা ভরে নিয়ে এলো

বরকত অপার,

খুলে গেলো মাগফিরাতের

যতো আছে দ্বার।।

রমজান এলে বন্দী যে হয়

দুষ্টু আজাজিল,

সিয়াম ধ্যানে পবিত্র হয়

রুগ্ন জরা দিল।

আল্লাহ যে দেন নিজের হাতে

রোজার উপহার।।

অহীর আলোয় জীবন গড়ো

গড়ো সমাজ জাতি,

দূর করে দাও জাহিলিয়ার

সকল কালো রাতি।..

রমজানে আজ বাঁধো তোমার

লাগাম ছাড়া মন,

বিশুদ্ধতায় বুকের ভেতর

জাগাও আলোড়ন।

ভুলে ভুলে ভুলের পথে

আর থেকো না আর।।

সেহরি খাবো রোজা রাখবো লিরিক্স, Sahiri khabo roja rakbo lyrics

Romjan Niye Elo,

রমজান নিয়ে এলো,

আহা রমজান নিয়ে এলো

Leave a Comment