Ratri Lyrics
Warfaze Lyrics
ছুটেছি আমি রাতের আঁধার মাঝে
ঠিকানাবিহীন পথিক আজ আমি
আমার জগতে ছুটে সবই লক্ষ্যহীন
রাতের আঁধারে
ছুটেছি আমি রাতের আঁধার মাঝে
ঠিকানাবিহীন পথিক আজ আমি
আমার জগতে ছুটে সবই লক্ষ্যহীন
রাতের আঁধারে
ছুটেছি আমি রাতের আঁধার মাঝে
পথহারা আজ আমি নিষ্টুর দেয়ালে
আঁধার আমি, ছুটি আমি লক্ষ্যহীন
রাতের আঁধারে
কোন দিন ফিরবো এই পথ থেকে সরে এসে
কোন দিন ভাংবো এই আঁধারের শিকল
মুক্ত হবো নিবিড়আলোতে
ছুটে যাবো উদাস সাগরে
ছুটেছি আমি রাতের আঁধার মাঝে
ঠিকানাবিহীন পথিক আজ আমি
আমার জগতে ছুটে সবই লক্ষ্যহীন
রাতের আঁধারে
ছুটেছি আমি রাতের আঁধার মাঝে
পথহারা আজ আমি নিষ্টুর দেয়ালে
আঁধার আমি, ছুটি আমি লক্ষ্যহীন