Rater Train lyrics

Rater Train lyrics by Aurthohin

Title:Rater Train
Band:Aurthohin
নিবিড় অজানায় ছুটে
ছুটে যায় ওই রাতের ট্রেন
নিবিড় অজানায় ছুটে
ছুটে যায় ওই রাতের ট্রেন
মিশে যায় পাহাড়ে ঘেরা
কালো সেই পথ ধরে
স্মৃতির জানালা খুলে দেখি
ওই বহু দূরে
নিবিড় অজানায় ছুটে ছুটে
যায় ওই রাতের ট্রেন
মিশে যায় পাহাড়ে ঘেরা
কালো সেই পথ ধরে
স্মৃতির জানালা খুলে দেখি
ওই বহু দূরে
দূরে ছুটে চলে রাতের ট্রেন
পেরিয়ে যায় আমার সুখেরী শহর
আরো দূর বহুদূরে পথে যেতে হবে
জীবনের মাঝে বয়ে যায় ঘূর্ণিঝড়
বৃষ্টি ছুয়ে যায়
কোনো দূর মেঠো পথে
স্তব্ধ ওই সীমানায়
বৃষ্টির শব্দ এসে
আমার এই মনটাকে
বিক্ষুব্ধ করে দায় এই রাতে
জানালায় অথৈ বাতাস
ছুয়ে যায় আজ আমাকে
অস্থির মন তাই আজ আমার
ঘর ছাড়া এই জীবনটাকে
নিয়ে চলেছি বহুদূর
জানিনা কোথায় থমকে যাবে
দূরে ছুটে চলে রাতের ট্রেন
পেরিয়ে যায় আমার সুখেরী শহর
আরো দূর বহুদূরে পথে যেতে হবে
জীবনের মাঝে বয়ে যায় ঘূর্ণিঝড়
দূরে ছুটে চলে রাতের ট্রেন
পেরিয়ে যায় আমার সুখেরী শহর
আরো দূর বহুদূরে পথে যেতে হবে
জীবনের মাঝে বয়ে যায় ঘূর্ণিঝড
দূরে ছুটে চলে রাতের ট্রেন
পেরিয়ে যায় আমার সুখেরী শহর
আরো দূর বহুদূরে পথে যেতে হবে
জীবনের মাঝে বয়ে যায় ঘূর্ণিঝড়

Leave a Comment