Title:Rajahin Rajjo
Band:Shunno
Rajahin Rajjo lyrics
চাইলে তুমি হারিয়ে যাও
রাজাহীন কোন রাজ্যে
জনশূন্য কোন প্রাচ্যে
যদি চাও রাঙিয়ে দাও
এই স্বচ্ছ জল
গড় বর্ণহীন রংধনু
চাইলে তুমি বুনতে পারো
স্বপ্নের রঙিন জাল
যদি নাওবা থাকে স্বপ্ন অপূর্ন
চাইলে তুমি হারিয়ে যাও
রাজাহীন কোন রাজ্যে
জনশূন্য কোন প্রাচ্যে
চাইলে তুমি হারিয়ে যাও
রাজাহীন কোন রাজ্যে
জনশূন্য কোন প্রাচ্যে
চাইলে তুমি দিনকে বলতে পার
চাঁদের কারাগার
ঝরাতে পারো অশ্রু
উত্তপ্ত সূর্য হতে
যদি চাও তুমি গুনতে পারো
অগনিত তারা
মুছে দিতে পারো
তুমি রাতের অন্ধকার
চাইলে তুমি হারিয়ে যাও
রাজাহীন কোন রাজ্যে
জনশূন্য কোন প্রাচ্যে
চাইলে তুমি হারিয়ে যাও
রাজাহীন কোন রাজ্যে
জনশূন্য কোন প্রাচ্যে
চাইলে তুমি হারিয়ে যাও
রাজাহীন কোন রাজ্যে
জনশূন্য কোন প্রাচ্যে
চাইলে তুমি হারিয়ে যাও
রাজাহীন কোন রাজ্যে
জনশূন্য কোন প্রাচ্যে
চাইলে তুমি হারিয়ে যাও
রাজাহীন কোন রাজ্যে
জনশূন্য কোন প্রাচ্যে