Raja ray lyrics by Anjan Dttu
Title:Raja Ray
Anjan Dutt
রুপালি পর্দাটাকে হাতছানি দিয়ে ডাকে রাজা
কতকত সুন্দরী ঠোঁটে রঙ মেখে বলে আজা মেরি জান
আজা
চব্বিশ বছরের মন বড় চঞ্চল, স্বপ্ন এখনো তরতাজা
শুধু জুতোর শুকতলা ক্ষয়ে গেছে, ঘুরে ঘুরে স্টুডিও’র
দরওয়াজা
একটা চান্স, দিয়ে দেখুননা
একটা সুযোগ, দিয়ে দেখুন আমায়
প্রমান করবো, এই আঁকালে
বোম্বাই সব নয়, বেঁচে আছে বাংলা,
বেঁচে আছে রাজা রায়
একটা ব্রেক, দিয়ে দেখুননা
একটা টেপ, দুটো নয়
প্রমান করবো, এই আঁকালে
বোম্বাই সব নয়, বেঁচে আছে বাংলা,
বেঁচে আছে রাজা রায়
ক্লাস ফোর, জুতো চোর, ইশকুল থেকে নাম, হয়ে
গছে কাট
মুখ বুঝে সয়ে নিতে হচ্ছে বাবার হোটেলের সব
ঝঞ্ঝাট
সামান্য দোষ আছে, তালেবশ্যে তার, বাদবাকি সব ফিটফাট
তেললিন জামাটা ধুয়ে ধুয়ে ক্ষয়ে গেছে, চকচকে তবু
অ্যালবাট
একটা চান্স, দিয়ে দেখুননা
একটা সুযোগ, দিন আমায়
প্রমান করবো, এই আঁকালে
বোম্বাই সব নয়, বেঁচে আছে বাংলা,
বেঁচে আছে রাজা রায়
একটা ব্রেক, দিয়ে দেখুননা
একটা টেপ, দুটো নয়
প্রমান করবো, এই আঁকালে
বোম্বাই সব নয়, বেঁচে আছে বাংলা,
বেঁচে আছে রাজা রায়