Raag Lyrics
কীভাবে আমাকে তুমি বলবে
কীভাবে আমাকে শান্ত করবে
আত্মুঘাতী ধ্বংসযজ্ঞ
রাতারাতি যুদ্ধক্ষেত্র
উন্মাদনায় সবাই মত্ত
অস্ত্র হাতে সব কেড়ে নেয়
হিংস্র চোখে সব দেখে যায়
রক্ত গরম মাথায় আগুন
সহ্য করতে পারি না
মাথায় উঠে রাগ
রক্ত গরম রাগ
ইচ্ছে করে ওদের ধরে
ঠান্ডা মাথায় হাসিমুখে
গলা টিপে হত্যা করি
কীভাবে আমাকে তুমি বলবে
ওদের বিরুদ্ধে কিছু না করতে
জানোয়ারের পর্যায়ে এরা
করেছি ওদেরকে জেরা
ওদের জীবন ছিনতাই করতে
কী যে আনন্দ
মাথায় উঠে রাগ
রক্ত গরম রাগ
ইচ্ছে করে ওদের ধরে
ঠান্ডা মাথায় হাসিমুখে
গলা টিপে হত্যা করি
মাথায় উঠে রাগ
রক্ত গরম রাগ
ইচ্ছে করে ওদের ধরে
ঠান্ডা মাথায় হাসিমুখে