Probash lyrics

Title:Probash
Band:Shunno
বিদায় প্রিয়তম আমার শহর
ঘাস ফুল নদী প্রিয়মুখ
দৃষ্টির আড়ালে চলে যাই সবই দূরে
খুব ধীরে অগোচরে তোমারই মুখ দূরের আকাশ
অন্ধ আমি নতুন শহরে
অন্ধ আমি নতুন শহরে বিভ্রান্ত
দৃশ্য সব নীল ক্যানভাসে
জল রঙে ধূসর ভীষণ একা
স্মৃতির প্রহর ভেজা বিষণ্ণ সুরে
দৃশ্য সব নীল ক্যানভাসে
জল রঙে ধূসর ভীষণ একা
স্মৃতির প্রহর ভেজা বিষণ্ণ সুরে
অন্ধ আমি নতুন শহরে বিভ্রান্ত
ছুঁয়ে দেখি ছায়া চেনা আলোড়ন
চেনা আলো চেনা ভোর
স্পর্শে ভিজেছো সোদা ঘ্রাণ প্রিয় জলে
খুব ধীরে অগোচরে ভুল ছবি লিন দূরের আকাশ
অন্ধ আমি নতুন শহরে
অন্ধ আমি নতুন শহরে বিভ্রান্ত
দৃশ্য সব নীল ক্যানভাসে
জল রঙে ধূসর ভীষণ একা
স্মৃতির প্রহর ভেজা বিষণ্ণ সুরে
দৃশ্য সব নীল ক্যানভাসে
জল রঙে ধূসর ভীষণ একা
স্মৃতির প্রহর ভেজা বিষণ্ণ সুরে
অন্ধ আমি নতুন শহরে বিভ্রান্ত
দৃশ্য সব নীল ক্যানভাসে
জল রঙে ধূসর ভীষণ একা
স্মৃতির প্রহর ভেজা বিষণ্ণ সুরে
দৃশ্য সব নীল ক্যানভাসে
জল রঙে ধূসর ভীষণ একা
স্মৃতির প্রহর ভেজা বিষণ্ণ সুরে
অন্ধ আমি নতুন শহরে বিভ্রান্ত

Leave a Comment