Pritibir Sesh prante by Arbovirus

পৃথিবীর শেষ প্রান্তে(আর্বোভাইরাস)

Prithibir Sesh Prante By Arbovirus.

_____ Lyrics______

Song: Prithibir Sesh Prante
Band: Arbovirus
Album: 64m 53s
___Lyrics

রোদের আকাশে হেঁটেছি কতদিন
নীলের মাঝে ভেসেছি আনমনে
সবুজ মেঝেে শুয়ে অবশেষে
ছুটি নিজের কাছে নিজের মাঝে

যখনই আটকে আসে নিঃশ্বাস
সময়হীনতায় এসো আমার সাথে
পৃথিবীর শেষ প্রান্তে
রংধনুর গোপন দুয়ার খুলে

দেখেছি শেষ বিকেলের আলো হারিয়ে যেতে
উত্তরের হাওয়ায় ঘুমপোকাদের গানে
তারার টুকরো ধুলোয় ভিজে অবশেষে
ছুটি তোমার কাছে তোমার মাঝে

যখনই আটকে আসে নিঃশ্বাস
সময়হীনতায় এসো আমার সাথে
পৃথিবীর শেষ প্রান্তে
রংধনুর গোপন দুয়ার খুলে।

Leave a Comment