Title:Prithibi Shundor
Band:Nonta Biscuit
Prithibi Shundor lyrics
উড়ে যাবে সুখ, চেয়ে রবো
হয়তো না পাবো, হয়তো পাবো
ভাঙ্গা কিছু স্বপ্ন নিয়ে বেঁচে রবো
কখনোবা প্রতিবাদ, কখনো চুপসে রবো
আমার ছোট নদী
আমার ভাঙ্গা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর
আমার ছোট নদী
আমার ভাঙ্গা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর
চলে যাবো দূরে, ওই দূর অজানায়
হারাবো সুর মোহনায়
লুকিয়ে রবো কোনো এক শ্যামল মায়ায়
সবুজেরই সীমানায়
কাক ডাকা ভোর, স্বপ্নে বিভোর
নির্ঘুম অবুঝ বাতাস
জোনাকির দল, দল বেধে চল
আঁধারে হবে বসবাস
আমার ছোট নদী
আমার ভাঙ্গা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর
আমার ছোট নদী
আমার ভাঙ্গা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর
সহস্র রাত আর দক্ষিণা বাতাস
করলো মাতাল আবার
তেপান্তরের ওই মাঠ পেরিয়ে
আঁধারে হবে বসবাস
আমার ছোট নদী
আমার ভাঙ্গা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর
আমার ছোট নদী
আমার ভাঙ্গা ঘর
আমার কিছু কল্পনা
তার পৃথিবী সুন্দর