Potaka Lyrics

Potaka Lyrics

ঋতুর গোপন মুকুল

সেও ভিজুক, সুন্দর

তুমি ঝ’ড়ে আছো

পাতায় পাতায়, জল

খুলে গ্যাছে ওখানেও

হাজার দুয়ার, ঢেউ……

যুদ্ধ ঝড় আলোড়িত

জ্বলে ওঠে তবুও বিজয়

দিগন্ত ছুঁয়ে ধানের

ঢেউ মাঠের প্রান্তে নীল জল

Potaka Lyrics,

মেঘে জাগে নবীন

বর্ষা সজল উঠোনে,

শরৎ নামে

তবুও মুখর হেমন্তে

স্বছ মুখের ছবি

বসন্ত ভোরে……

আমি সে আলোয়

আলোকিত সবুজ কৃষ্ণ-চূড়ার রঙে

Potaka Lyrics,Join Our Facebook Page

Potaka Lyrics,Chirosakha He lyrics চিরসখা হে লিরিক্স

ঋতুর গোপন মুকুল লিরিক্স,

সেও ভিজুক, সুন্দর লিরিক্স,

তুমি ঝ’ড়ে আছো লিরিক্স,

পাতায় পাতায়, জল লিরিক্স,

খুলে গ্যাছে ওখানেও লিরিক্স,

হাজার দুয়ার, ঢেউ  লিরিক্স,

দীপ্ত ঠিকানা  লিরিক্স,

Leave a Comment