Porichoy Lyrics

Porichoy Lyrics

সে আমার থাকল নারে

খাঁচার পাখি কখন কি আর

মনের পাখি হয়?

তোমার আমার এই পরিচয়

সত্যি কি আর হয়?

কথায় কথায় মনের ছায়া

সবুজ আলোয় দিচ্ছে মায়া(২)

সাদা কালোয় মনের পাখি

মনের কথা কয়

বনের পাখি খাচায় থাকে

এমনি কি আর হয়……

লালন বলে খাঁচার কি দোষ

দুয়ার থাকলে খোলা……

মনের দুয়ার বন্ধ হলে,

সময় যে সব যাবে চলে,

লোহার খাঁচার ছোট্ট ঘরে

কোন পাখি কি রয়……

আট কুঠুরি নয় দরজা

 Porichoy Lyrics,

সে তো খোলার নয়…..

আট কুঠুরি নয় দরজা

সে তো খোলার নয়

তোমার আমার এই পরিচয়

Porichoy Lyrics,Join Our Facebook Page

Porichoy Lyrics,Bidhatari Ronge  Lyrics

Bondho Janala Lyrics ,

সে আমার থাকল নারে লিরিক্স,

খাঁচার পাখি কখন কি আর লিরিক্স,

মনের পাখি হয় লিরিক্স,

তোমার আমার এই পরিচয় লিরিক্স,

সত্যি কি আর হয় লিরিক্স,

সত্যি হবার নয় লিরিক্স,

Leave a Comment