Pobitro Pap song lyrics Ashes
পবিত্র পাপ গানের লিরিক্স
শিরোনামঃ পবিত্র পাপ
কন্ঠঃ জুনায়েদ ইভান
ব্যান্ডঃ অ্যাশেজ
অ্যালবামঃ ছারপোকা
জানালাটা খুলে দাও, আকাশে আকাশে
এইবার বলো ভালবাসি!
এইবার আমাকে বলে দাও
কতো লাল হলে চোখ আমার হবে?
হঠাৎ করে অঙ্গ ছুয়ে যায়
ফিরে আসো, মেঘ করো আমায়!
ভুল আদরের ক্ষত এ মনে
লেগে থাকে নখের দাগে
বলছিনা আমার হতে হবে
বলছিনা হতেই হবে আমার
শুধু যখন একি হাত
অন্য ভাবে আঙ্গুল ধরে
বলছিনা আমার হতেই হবে