Pathor Bagan lyrics

Pathor Bagan lyrics by Artcell

Title:Pathor Bagan 
Band:Artcell
Album:Oniket Prantor
সমাধির বিশাল প্রান্তরে একা জেগে
আমাদের তথাকথিত সভ্যতার যীশু
ধার করা কবিতার শ্যাওলা মাখা স্মৃতির পাথরে
মুখ থুবড়ে পড়ে থাকে এ মূল্যবোধ
সাদা ক্রুশের মিছিল জুড়ে মিথ্যে অহংকার
ভুল নায়কের ছদ্মবেশে নেয় নিঃশ্বাস
সম্মোহিত মৃত প্রজন্ম ফিরে আসে
ফিরে আসে জন্মান্তরে বিবর্তনে
আড়ালে হেসে যায় যুদ্ধের দেবতা
ধ্বংসের সুর তোলে আবারও
পৃথিবীর বুকে আবাস গড়ে
নতুন কোনো পাথর বাগান
আমাদের যত জানা ইতিহাস সে তো শেখা
রুপালি পর্দায় আলোর মায়ায়
ভুলে যাওয়া হিংসার ছায়ায়
আড়ালে হেসে যায় যুদ্ধের দেবতা
ধ্বংসের সুর তোলে আবারো
পৃথিবীর বুকে আবাস গড়ে
নতুন কোনো পাথর বাগান
তোমাদের পাথর বাগানের সবুজ ঘাসে
মিশে থাকে কত যুগের নষ্ট গল্প
যত পতাকার রং ধুয়ে যায় অভিশাপে
আকাশের সাদা অনুভূতিতে শুধু ঘৃণা

Leave a Comment