Patar Gaan lyrics

 

Title:Patar Gaan
Band:Joler Gaan
আমি একটা পাতার ছবি আঁকি
পাতাটা গাছ হয়ে যায়
মাথা ভরা সবুজ কচি পাতায়
গাছটাকে ছাতা মনে হয়
আমি একটা পাতার ছবি আঁকি
পাতাটা গাছ হয়ে যায়
মাথা ভরা সবুজ কচি পাতায়
গাছটাকে ছাতা মনে হয়
আরিরে আরি রাং
ছুরিরে আরি ছুরি বাং এ
আরিরে আরি রাং
ছুরিরে আরি ছুরি বাং
রে আরি
আমি একটা ফুলের ছবি আঁকি
ভ্রমর উড়ে আসে তায়
ফুলে বসে ভ্রমর
ফুলের মধু চুষে খায়
আমি একটা ফুলের ছবি আঁকি
ভ্রমর উড়ে আসে তায়
ফুলে বসে ভ্রমর
ফুলের মধু চুষে খায়
আরিরে আরি রাং
ছুরিরে আরি ছুরি বাং এ
আরিরে আরি রাং
ছুরিরে আরি ছুরি বাং
রে আরি
আমি ঝড় আঁকতে পারিনা
তবু ঝড় বয়ে যায়
ঝড় আঁকতে পারিনা
তবু ঝড় বয়ে যায়
আমার উঠানে আমার আঙিনায়
ঝড় আঁকতে পারিনা
তবু ঝড় বয়ে যায়
আমি ঝড় আঁকতে পারিনা
তবু ঝড় বয়ে যায়
আমার উঠানে আমার আঙিনায়
হতভম্ব আর্টিসম্যান কিছুই জানেনা
হতভম্ব আর্টিসম্যান কিছুই বোঝেনা
হতভম্ব আর্টিসম্যান আঁকতে পারেনা
আরিরে আরি রাং
ছুরিরে আরি ছুরি বাং এ
আরিরে আরি রাং (রে আরি, আরিরে)
ছুরিরে আরি ছুরি বাং
রে আরি

Leave a Comment