Title:Pakhider Sure Gaan
Band:Moheener Ghoraguli
Band:Moheener Ghoraguli
Pakhider Sure Gaan lyrics
চাঁদ ডুবে যায়, পাখির গানে হয় দিন শুরু
তবুও কাঁপে বুক দুরু দুরু, এ সকাল কে চায়
বেলা শেষে রাত, কবে হেসে বিদায়
শ্রান্ত তখন, ছকে বাঁধা দিন কাটে যখন
একঘেঁয়েমিতে ক্লান্ত মন, এ যে ভিষণ দায়
স্রোতে গা ভাসাই, জানি লোক হাসাই হায়
কেনো দশটা আর পাঁচটার এ যাঁতাকলে
পড়ে সকলে, বেসামাল আমরা সবাই
চেনা ছোট খোপ, চেনা ঘেরাটোপ ছেড়ে বেড়িয়ে
পেড়িয়ে দূরে, বহুদূরে যেতে চাই
জানিনা তাই, শেষ কোথায়
কেউ যদি চায়, পাখিদের মতো দিন যাপন
করে নিতে পারি আজ আপন
পাখিদের সুরে গাই তবে
ছোট ছোট আশা, ছোট ভালোবাসা পাই
হোক তবে তাই, ঘানি বয়ে আজ স্বপ্নহীন
জীবনে যা আছে তা হোক রঙ্গীন
যদি আমরাই সাদামাটা এ ছন্দে থেকেও পাল্টাই
কেনো দশটা আর পাঁচটার এ যাঁতাকলে
পড়ে সকলে, বেসামাল আমরা সবাই
চেনা রাস্তায় ঐ পাখিদের মতো দিন যাপন
করে আজ আপন, পাখিদের সুরে সুরে গাই
এভাবে তাই পাল্টিয়ে যাই
পাখিদের সুরে সুরে গাই
পাখিদের সুরে সুরে গাই
এভাবে তাই পাল্টিয়ে যাই
পাখিদের সুরে সুরে গাই
এভাবে তাই পাল্টিয়ে যাই
আজ তাই পাখিদের মতো দিন যাপন
করে আজ আপন (পাল্টিয়ে যাই)
পাখিদের সুরে সুরে গাই
এভাবে তাই পাল্টিয়ে যাই
আজ তাই পাখিদের মতো দিন যাপন
করে আজ আপন (পাল্টিয়ে যাই)
পাখিদের সুরে সুরে গাই