OPARE lyrics

OPARE lyrics By Lequid state drive

Title:OPARE
Band:Liquid state Drive
রঙ কবে ওবেলায় হারিয়েছে,
রোদের সাথে পাড়ি দিয়ে।
আমি এবেলায় মেঘলা আকাশে,
থেমে থাকি স্মৃতির কল্পনায়।
তুমিও তো ছিলে ওপারের
একলা কোন বিকেলের ঝড়।
এখন থেমে গেছে সব,
আসতে পারো আবার,
হারানোর কিছু নেই।

 

Leave a Comment