Onnoke Thokano Lyrics, অন্যকে ঠকানো লিরিক্স

Onnoke Thokano Lyrics,

অন্যকে ঠকানো লিরিক্স

কেউ যখনই  জিতে যায়

অন্যকে ঠকিয়ে

সে জানেনা দিনের শেষে

ঠকলো যে সে নিজে

অন্যকে ঠকিয়ে ভাই মনের খায়েশ যায় মিটা

সত্যিকারের অর্থ হলো মোটেও যায়না জিতা।।

আরেক জনের জন্য যদি

গর্ত খোঁড়া হয়

সেই গর্তে পড়বে নিজেই

নেই কোন সংশয়

শোন বন্ধু,পরের তরে গর্ত করোনা

থাকবে ভাল নিজে তুমি থাকবে সব জনা।।

কারো ক্ষতি করাই মানে

নিজের ক্ষতি হয়

এই কথাটা বুঝলে আগে

লাভ হবে নিশ্চয়

শোন বন্ধু, অন্য কারো ক্ষতি করোনা

থাকবে ভাল নিজে তুমি থাকবে সব জনা।।

Kagoj Kuray Song Lyrics কাগজ কুড়ায়

বাবা! ওরা কারা বলো

শুনবো আমি তাদের দুঃখ

আমায় নিয়ে চলো।

আমিতো বাবা স্কুলে যাই

ওরা তো যায় না

আমার মত শিক্ষার আলো

ওরা তো পায় না

ওদের কেন এত দুঃখ

আমায় তুমি বলো।

খালি গায়ে ঘুরে বেড়ায়

রাস্তার ধারে ধারে

ওরা কি বাবা আমার মত

খাবার খেতে পারে।

বস্তা কাঁধে কাগজ কুড়ায়

কাটায় ওদের দিন

আমি কত সুখে থাকি

ঘরটা কি রঙ্গিন

এত কষ্ট কেন ওদের

আমায় তুমি বলো। ঐ

আমার মত বাবার আদর

ওরা ও কি পায়

রাত্রি হলে কোথায় থাকে

কোথায় ওরা যায়।

শীতের দিনে কেমনে বাবা

ওদের রাত কাটে

দুঃখ কষ্টে হয়ত বাবা

ওদের বুক ফাটে।

নেই কি কেহ ওদের সহায়

আমায় তুমি বলো। ঐ

 

Onnoke Thokano,

অন্যকে ঠকানো ,

কেউ যখনই  জিতে যায় লিরিক্স

Leave a Comment