Ondhokarer Pashey lyrics by Black
Ondhokarer Pashey lyrics
Title:Ondhokarer Pashey
Band:Black
Band:Black
সময়ের হাতে বন্দী তুমি
অবক্ষয়ের প্রভাবে
দুর্বোধ্য জীবন কেবলই ইশারায় ডাকে
এভাবে ক্ষয়ে নিঃস্ব হওয়া
ঝুলে থাকা শূন্যতা
অর্থহীন ভূমিতে দাড়িয়ে
জেগে থাকা আর না।
অন্ধ চোখে হাঁটছে সবাই
বুকে জমাট পাথর সবার
এভাবে এই মিথ্যে মায়ায়
জেগে থাকা আর না।
তবু এসো ঐ আলোর অভিষেকে হই শান্ত
মিছিমিছি আঁধারের পাশে
ক্ষয়ে যাওয়া আর না।