Ondho Deyal lyrics

Title:Ondho Deyal
Band:Sonar Bangla Curcus
দেয়ালের ছায়ায় দেখো
বাড়ছে দেয়াল একা
নিজের দেহ রেখে
ছায়াতেই লেপ্টে থাকা
সূর্যের ব্যারাম দেখে
বাড়ে মানুষের মাথা ব্যথা
ব্যথার আন্দোলনে
মরে মগজের গোপন পোকা
ভাঙতে তোমার ব্যথা
হলাম জীবনের সখা
প্রেমের বিরাট দামে
শুধু মৃত্যুকে কিনে আনা
দেয়ালের নীরব গায়ে
কিছু লেখা নেই “তুমি” ছাড়া
দেয়ালের গোপন ঘরেই
মুক্তিই বন্দীদশা
আমার এই গানে
মুক্তির কোনো পথ খোলা নেই
হতেও পারে এ গানের বাইরেও
কোথাও তোমার দেশ
আমার এই গানে
মুক্তির কোনো পথ খোলা নেই
হতেও পারে এ গানের বাইরেও
কোথাও তোমার দেশ
ক্রুশ থেকে নেমে যিশুর
আজ হলো একটু হুঁশ
দেয়ালে নতুন সময় মানে
বুনো ষাঁড়ের ঢুশ
ক্রুশ থেকে নেমে যিশুর
আজ হলো একটু হুঁশ
দেয়ালে নতুন সময় মানে
বুনো ষাঁড়ের ঢুশ

Leave a Comment