Obosh lyrics

Obosh lyrics by Black

Obosh lyrics

Title:Obosh
Band:Black
কে যেন আঁকছে, দাড়িয়ে ছিলো, এখন নেই
নাকি সব স্বপ্ন?
এই পথ মিশেছে দুরের কুয়াশায়
তারপর কুয়াশার মাঠে
কি এক পাখি উড়ে গেলো, চলে গেলো
শীতের রাতে এমন লগ্নে
স্থির আমি, হাঁটছে পথ
শূন্যে আমি, কিংবা না
থাকা না থাকার মাঝামাঝি অবশ এই অনুভুতি
ডুবে যাচ্ছি অলীক ঘরে
স্থির আমি, হাঁটছে পথ
শূন্যে আমি, কিংবা নই
থাকা না থাকার মাঝামাঝি অবশ এই অনুভুতি
স্থির আমি, হাঁটছে পথ
শূন্যে আমি, কিংবা নই
থাকা না থাকার মাঝামাঝি অবশ এই অনুভুতি
স্থিরররররররর

 

Leave a Comment