Niye Gele lyrics

Title:Niye Gele
Band:Popeye

Niye Gele lyrics

কেদেছি কত গোপনে, জাননি তুমি
ডেকেছি তোমায় এই মনে শোননি তুমি
কত রাতে জেগে ভেবেছি তোমার কথা
জানতে যদি ছাড়া তোমায় কতটা একা
জেনেছ শুধু, যা ভেবেছ
মেনে নিয়েছ, যা চেয়েছ
একবারও না, কখনো না
ভালবাসি তুমি বুঝেছ।
নিয়ে গেলে সব কিছু শুধু ফেলে নিজেকে
আজও স্মৃতিরা তোমার আমায় ঘিরে রাখে
নিয়ে গেলে সবকিছু শুধু রেখে নিজেকে
আজও তোমার ছবি আমার চোখে ভাসে
বদলে গেছি, গেছি ভুলে এই আমায় ভাবো।
এসে তবে দেখ যদি কখনো পারো
তোমার ছিলাম, তোমার আছি, তোমারই রবো
কি যে ছিলে তুমি আমার বুঝলে না আদৌ।
বুঝেছ শুধু যা দেখেছ,
মেনে নিয়েছ যা চেয়েছ।
একবারও না, কখনো না
ভালবাসি তুমি বুঝেছ।
নিয়ে গেলে সবকিছু শুধু রেখে নিজেকে
আজও স্মৃতিরা তোমার, আমায় ঘিরে রাখে।
নিয়ে গেলে সবকিছুই, নিলেনা নিজেকে
আজও তোমারই ছবি আমার চোখে ভাসে
ভাসে।
সে দুটি চোখ তোমার, আমি ভুলতে পারিনিতো
শুধু তুমিই একা ছিলে এ মনের মত
আমার হৃদয় জুড়ে যেন তোমারই মায়া
হয়তো তুমি নেই সাথে, তবু হয়ে আছো ছায়া
আমার হৃদয় জুড়ে যেন তোমারই মায়া
হয়তো তুমি নেই সাথে, তবু হয়ে আছো ছায়া
তবু জেনেছ, যা ভেবেছ
মনে রেখেছ, যা চেয়েছ
একবারও না, কখনো না
ভালবাসি তুমি বুঝেছ
নিয়ে গেলে সবকিছু নিলে না নিজেকে
আজও স্মৃতিরা তোমার আমায় ঘিরে রাখে
নিয়ে গেলেই সবকিছু নিলে না নিজেকে
আজও তোমারই ছবি আমার চোখে ভাসে
নিয়ে গেলেএএ

Leave a Comment