Nistobdhota lyrics

Nistobdhota lyrics by Warfaze

 
শিরোনামঃনিস্তব্ধতা
ব্যান্ডঃওয়ারফেইজ
অ্যালবামঃওয়ারফেইজ
 
চেয়ে দেখো কোন নদী
কোন সাগরেরও পানে
তোমার চোখের নিস্তব্ধতা
ছড়িয়ে আছে যেন জলে
চেয়ে দেখো কোন ছায়াপথ
কোন নীহারিকা পানে
তোমার হৃদয়ের নিঃসঙ্গতা
চারিদিকে সৃজনে আঁধার
ধূসর আকাশে বিশাল
কে যেন ডাকে তোমায়
উদাসী বাঁশির সুরে
দিগন্তে মৌন আঁধার পানে
কে যেন ডাকে তোমায়
উদাসী বাঁশির সুরে
দিগন্তে মৌন আঁধার পানে
চেয়ে দেখো জোছনায়
ডুবে যাবো নিঝুম রাতে
মনের ত্রিশূল আঁধারে
নিঃশঙ্ক বেজে ওঠে

 

Similar Posts:

Leave a Comment