Nishshobde lyrics By warfaze
Title:Nishsobde
Band:warfaze
Album:Jibon Dhara
Band:warfaze
Album:Jibon Dhara
চুপচাপ চারিদিক মাতাল হাওয়া্
পাখিদের কোলাহলে মন যে হারায়
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে
গোধূলী হয়ে রবে তুমি আমারই চিরকাল
যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
কতকাল রয়েছি তোমারই পথ চেয়ে
কতরাত কেটেছে তোমারই আশাতে
কতকাল রয়েছি তোমারই পথ চেয়ে
কতরাত কেটেছে তোমারই আশাতে
যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
যতদূরে থাক রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
চুপচাপ চারিদিক