Niranondo lyrics

Niranondo lyrics by Chirkut

Niranondo lyrics

Title:Niranondo
Band:Chirkut
 
ও তোর আশার বাসা ঘুণে খাইলো
সাথে আছে কি
ভাইবে দেখো মনা তোমার
বাকি রইল কি
কঠিন আরো কঠিন হইল
সহজ যায় না চেনা
ও তোর সারাজীবন আনা’র অভাব
সোনা চিনলি না
আমার সোনার মানুষ দেয় না দেখা
চিনে গেছে ফাঁকি
আনন্দ কয়, নিরানন্দ তুমি বড় সুখী
তোমার অসুখ হইলে পড়েও
কেউ বলে না দুঃখী
আমার নিত্যানন্দ দেয় না দেখা
জেনেছে চালাকি

Leave a Comment