Nesha Lyrics

Nesha Lyrics

তোমার নেশায় পইরা আমি হইলাম দিওয়ানা

তোমার জন্য হারায় গেলো, আমার ঠিকানা।

তোমার মতো থাকলা

তুমি খবর নিলা না,

তোমার কাজল রঙে রাঙাও

তুমি কার আঙিনা?

আজ আমার ভেতর জুড়েই

শুধু নেশার বসবাস,

নেশা হাসায়, নেশাই কাঁদায়,

নাই আমি আমার।

রোজ বিকালের মতো

তোমায় আর তো দেখিনা,

আমি আমার মতোই থাকবো ভালো,

খবর নিও না।

থাকতে হবে তোমায় ছাড়া, কথা ছিলো না

আজ ভেতর ঘরে ধোঁয়া থাকে, তুমি থাকো না

আমার লাল রঙা হৃৎপিন্ড

হইতেছে কালো,

কলিজাটা যাক পুড়ে

তবু তুমি থাকো ভালো

আজ আমার ভেতর জুড়েই

শুধু নেশার বসবাস,

নেশা হাসায়, নেশাই কাঁদায়,

নাই আমি আমার।

রোজ বিকালের মতো

তোমায় আর তো দেখিনা,

আমি আমার মতোই থাকবো ভালো,

খবর নিও না।

আমি যেনো কোনদিনও সিগারেট না ছুঁই,

বলতা তুমি করতা শাসন

লাগতোরে ভালোই

আজ নিকোটিনে হইছে কালো

ভেতর ঘরের সব,

এখন শাসন করা মায়াবতি

Nesha Lyrics,

কই গেলো কই?

আজ আমার ভেতর জুড়েই

শুধু নেশার বসবাস,

নেশা হাসায়, নেশাই কাঁদায়,

নাই আমি আমার।

রোজ বিকালের মতো

তোমায় আর তো দেখিনা,

আমি আমার মতোই থাকবো ভালো,

Nesha Lyrics,Join Our Facebook Page

Nesha Lyrics,Ayna  Lyrics

তোমার নেশায় পইরা আমি হইলাম দিওয়ানা লিরিক্স,
তোমার জন্য হারায় গেলো, আমার ঠিকানা লিরিক্স,

তোমার মতো থাকলা লিরিক্স,

তুমি খবর নিলা না লিরিক্স,

তোমার কাজল রঙে রাঙাও লিরিক্স,

খবর নিও না লিরিক্স,

Leave a Comment