Nei Proyojon song lyrics By warfaze
Title:Nei Proyojon
Band:warfaze
Album:Oshamajik
Band:warfaze
Album:Oshamajik
তুমি আমি যেন ছিলেম স্বপ্নে গড়া যুগল
জলরঙ্গে আঁকা ছিলো যে স্বপ্নে ভরা ভুবন
কত সুখের আনাগোনায় কেটেছিল সময়
বসে ভাবি আজও আমি কি করে এমন হয়
আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধূলোবালিতে
মিশে যায় সময়েরই ক্ষনে
দিন কেটে যায় তুমি নেই তবুও
রাত্রি পোহায় তুমি নেই তবুও
সেই তুমি যে আজ নেই পাশে
হেটে চলি পথে আমি আজ একা
সেই তুমি যে আজ পর হলে
রেখে গেলে না পাবার কত ব্যথা
দিন কেটে যায় তুমি নেই তবুও
রাত্রি পোহায় তুমি নেই তবুও
আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধূলোবালিতে
মিশে যায় সময়েরই ক্ষনে
ছেড়ে গেলে তাই বলে কি, বৃথা যাবে এই জীবন
তবু আগাই সামনে দেখ আমি স্বপ্নে ভরা দু’নয়ন
আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা যে ধূলোবালিতে
মিশে যায় সময়েরই ক্ষনে