Neel Paharer Gaaye lyrics

      Neel Paharer Gaaye lyrics by Aurthohin

Title:Neel Paharer Gaaye
Band:Aurthohin

 
রাতটা আমার থমকে দাঁড়ায় করুণ কণ্ঠস্বরে
চারিদিকের সব কিছু আজ অন্য রকম লাগে
ঝাপসা চোখে এদিক সেদিক তোমার মুখটা খুঁজি
পাইনা খুঁজে টোল পরা গাল আর সেই মিষ্টি হাসি
ভেবেছিলাম হারিয়ে যাবো তুমি যাবার আগে
ছাই গুলো সব উড়িয়ে দিলাম নীল পাহাড়ের গায়ে
ভেবেছিলাম হারিয়ে যাবো তুমি যাবার আগে
ছাই গুলো সব উড়িয়ে দিলাম নীল পাহাড়ের গায়ে
ঘুমাও তুমি নীল পাহাড়ে ঘুমাও যত খুশি
নেই যে সেথায় কান্না কোনো আছে শুধুই হাসি
হঠাৎ করেই যদি তোমার আমায় মনে পড়ে
মনে রেখো থাকবে তুমি আমার নতুন গানে
তোমার দেয়া সুরের যন্ত্রে হারাই তোমায় ভেবে
ছাইগুলো সব উড়িয়ে দিলাম নীল পাহাড়ের গায়ে
তোমার দেয়া সুরের যন্ত্রে হারাই তোমায় ভেবে
ছাইগুলো সব উড়িয়ে দিলাম নীল পাহাড়ের গায়ে
লিখছি এ গান তোমায় ভেবে তোমায় শোনাবো বলে
গাইবো এ গান নতুন সুরে তোমার হাতটি ধরে
হঠাৎ করেই বাস্তবতা পেছন থেকে ডাকে
শুন্য চোখে তাকিয়ে থাকি লাশ পুড়ানোর ঘরে
তোমার দেহ পুড়তে থাকে বদ্ধ সীসার ঘরে
ছাই গুলো সব উড়াবো আজ নীল পাহাড়ের গায়ে
তোমার দেহ পুড়তে থাকে বদ্ধ সীসার ঘরে
ছাই গুলো সব উড়াবো আজ নীল পাহাড়ের গায়ে

 

Leave a Comment