NEEL HOBO LYRICS

Title: NEEL HOBO 
Band:Vikings

নীল এখানে জমে থাকা পাঁজর খুড়েই,

ভীড় ওখানেই বোকামনের হিসেব মেলাতেই,

ভয় সেখানে জাপটে ধরে বাঁচার আশা ক্ষণিকের,

চিড় ধরা রাতের বুকে আড়িপাতা হাহাকার,

খুঁজে ফেরা ভুল পথে কে আমি আমি কার।

এবার আমি নীল হবো…

নিদারুণ আঘাতে থেতলে যাওয়া মাংসের চারপাশের মতো..

এবার আমি রোদ হবো,

মেঘহীন উষ্ণতায় বাড়িয়ে দেওয়া ফাঁপা বুকের মতো।

এবার আমি আমার হবো…..

আজ সেখানে থেমে যাওয়া পথের বাঁকেই,

না এভাবে ক্লান্ত পথে দিক হারাবেই,

হোক সেভাবেই, কষ্টগুলো মুঠো পুড়া নিমিষেই।

তবু চিড় ধরা রাতের বুকে আড়িপাতা হাহাকার,

খুঁজে ফেরা ভুল পথে কে আমি আমি কার।

এবার আমি নীল হবো…

নিদারুণ আঘাতে থেতলে যাওয়া মাংসের চারপাশের মতো..

এবার আমি রোদ হবো,

মেঘহীন উষ্ণতায় বাড়িয়ে দেওয়া ফাঁপা বুকের মতো।

এবার আমি আমার হবো…..

চিড় ধরা রাতের বুকে আড়িপাতা হাহাকার,

খুঁজে ফেরা ভুল পথে কে আমি আমি কার।

এবার আমি নীল হবো…

নিদারুণ আঘাতে থেতলে যাওয়া মাংসের চারপাশের মতো..

এবার আমি রোদ হবো,

মেঘহীন উষ্ণতায় বাড়িয়ে দেওয়া ফাঁপা বুকের মতো।

এবার আমি নীল হবো…

নিদারুণ আঘাতে থেতলে যাওয়া মাংসের চারপাশের মতো..

এবার আমি রোদ হবো,

মেঘহীন উষ্ণতায় বাড়িয়ে দেওয়া ফাঁপা বুকের মতো।

এবার আমি আমার হবো…..

এবার আমি…..

Leave a Comment