নমাজ আমার হইল না আদায় লিরিক্স | Namaz aamr hoylona aday lyrics

নমাজ আমার হইল না আদায় লিরিক্স

Namaz aamr hoylona aday lyrics

নমাজ আমার হইল না আদায়

নমাজ আমি পড়তে পারলাম না,

দারুণ খান্নাছের দায়।।

ফজরের নমাজের কালে,

ছিলাম আমি ঘুমের ঘোরে

জোহর গেলো আইতে-যাইতে,

আছর গেল কামের দায়।।

মাগরিবের নমাজের কালে,

গিয়াছিলাম গোয়ালঘরে

গাভী রইলো হাওরেতে,

বাছুর আমার বান্ধা নায়।।

এশার নমাজ কালে,

বিবি বলে চাউল ফুরাইছে

ছেলে মেয়ের কান্দন শুনে,

কান্দে পাগল দুর্বিন শায়।।

নির্জন যমুনার কূলে

নির্জন যমুনার কূলে

বসিয়া কদম্ব তলে

বাঁজায় বাঁশী বন্ধু শ্যাম রাই

বাঁশীতে কি মধু ভরা

আমারে করিল সারা

আমি নারী ঘরে থাকা দায়

কালার বাঁশী হলো বাম

বলে শুধু রাধা নাম

কুলবঁধুর কুলমান মজায়

বাঁশীর সুরে অঙ্গ জ্বলে

ঘরের জল বাহিরে ফেলে

পুনঃ রাধা যায়রে যমুনায়

শোন গো ললিতে সখী

বন্ধু ছাড়া কেমনে থাকি

প্রাণপাখী উড়ে যেতে চায়

আমি নারী কুলবালা

কালার বাঁশী দিল জ্বালা

অঙ্গ কালা বন্ধুর চিন্তায়

যদি আমার কেউ থাকো

বন্ধু এনে প্রাণটি রাখো

নইলে প্রাণ সঁপিব তার পা’য়

ভুবনমোহন সুরে

ভাইটাল নদী উজান ধরে

জ্বলে আগুন আমার অন্তরায়

মনের লয় সন্ন্যাসী হইয়া

দেখবো তারে তল্লাসিয়া

কোন বনে সে বাঁশরী বাজায়

নইলে কলসী বেন্ধে গলে

ঝাঁপ দেবো যমুনায় জলে

প্রাণ ত্যাজিব বলে দূরবীন শাহ

Leave a Comment