Naam Na Jana Pakhi Lyrics In Bangla:
আজ এক নাম না জানা কোনো পাখি
ডাক দিলো ঠোঁটে নিয়ে খড়কুটো,
আজ এলো কোন অজানা বিকেল
গান দিলো গোধূলী এক দু মুঠো (x2)
তুমি যাবে কি ? বলো যাবে কি ?
দেখো ডাকছে ডাকলো কেউ,
তুমি পাবে কি ? পা পাবে কি ?
সামনে বেপরোয়া ঢেউ..
ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই
যদি যাই ভেসে এমনি ভেসে যাই (x2)
আজ এক নাম না জানা কোনো হাওয়া
চোখ বুজে ভাবছে বেয়াদব ধুলো,
টুপটাপ বৃষ্টি ফোটা গেলো থেমে
ভেজা ভেজা খিড়কি দরজা তুমি খোলো।
তুমি যাবে কি ? বলো যাবে কি ?
দেখো ডাকছে ডাকলো কেউ,
তুমি পাবে কি ? পা পাবে কি ?
সামনে বেপরোয়া ঢেউ..
ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই
যদি যাই ভেসে এমনি ভেসে যাই (x2)
আজ যদি গল্প হয়
চুপচাপ রূপকথার
লাল নীল কমলা রোদ ক্যানভাসে,
আজ যদি বৃষ্টি হয়
যেন প্রানপনে ভিজবো খুব
রামধনু উঠবে ঠিক ফ্যান্টাসি।
তুমি যাবে কি ? বলো যাবে কি ?
দেখো ডাকছে ডাকলো কেউ,
তুমি পাবে কি ? পা পাবে কি ?
সামনে বেপরোয়া ঢেউ..
ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই
যদি যাই ভেসে এমনি ভেসে যাই (x2)
Naam Na Jana Pakhi Lyrics :
Aaj ek naam na jana kono pakhi
Daak dilo thonte niye khor-kuto
Aaj elo kono ojana bikel
Gaan dilo godhuli ek du-mutho
Tumi jabe ki ? Bolo jabe ki ?
Dekho dakche daklo keu
Tumi pabe ki Pa-pabe ki
Samne beporoya dheu..
Chuye dile shona-kathi khuje pai
Jodi jai veshe emni vese jai
Aaj ek naam na jana kono hawa
Chokh buje vabchi beyadop dhulo
Tup-tap brishti fota gelo theme
Veja veja khirki dorja tumi kholo
Chatterjee