Na Bola Phul lyrics

Title:Na Bola Phul
Band:Meghdol

Na Bola Phul lyrics

না বলা ফুল ফুটবেইগভীর গোপন বিষাদে,
না বলা পাখি গাইবে
গভীর গোপন বিষাদে।
আলোর গন্ধে মাতাল
হাওয়ায় হাওয়ায়..
আলোর গন্ধে মাতাল।
পথে বিপথে, ধ্রুব দৈবাৎ
স্মৃতির বিষাদ, ফুল হয়ে ফুটবে।
আলোর গন্ধে মাতাল
হাওয়ায় হাওয়ায়..
আলোর গন্ধে মাতাল।
না বলা কথার দোষে
অহেতুক অজুহাতে,
আলো অন্ধকারে
তোমাকে খুঁজবে।
আলোর গন্ধে মাতাল
হাওয়ায় হাওয়ায়।
না বলা ফুল ফুটবেই
গভীর গোপন বিষাদে,
না বলা পাখি গাইবে
গভীর গোপন বিষাদে।
আলোর গন্ধে মাতাল
হাওয়ায় হাওয়ায়
আলোর গন্ধে মাতাল।

Leave a Comment