Morichika lyrics

Morichika lyrics by Aurthohin

Title:Morichika
Band:Aurthohin
হাঁটছিলাম কোনো এক পথে, নিয়ে হতাশা
কেউ ছিলো না আমার পাশে, শুধুই আমি একা
কেটে যায় দিন এভাবেই আমার, জল ভরা চোখে
হঠাৎ একটি আলো আমায় বলে ওঠে
আমার হাতের মুঠোয় আছে তোমার সব স্বপ্নগুলো
দিবো মুছে তোমার সব হতাশা, যদি মোর সাথে চলো
ছুটে যাই আমি সেই আলোয়, নিয়ে বুকে আশা
শুধুই আমার কানে বাজে তার সেই কথা
আমার হাতের মুঠোয় আছে তোমার সব স্বপ্নগুলো
দিবো মুছে তোমার সব হতাশা, যদি মোর সাথে চলো
যতোই কাছে যাই আমি তার, ততোই দূরে চলে যায় সে
মরুভূমির মরীচিকার মতো আমায় কাঁদায় সে
পারি না ছুঁতে তারে আমি, দূরে দূরে চলে যায় সে
বুক ভরা হতাশা, তবু দেখায় স্বপ্ন সে
আমার হাতের মুঠোয় আছে তোমার সব স্বপ্নগুলো
দিবো মুছে তোমার সব হতাশা, যদি মোর সাথে চলো
আমার হাতের মুঠোয় আছে তোমার সব স্বপ্নগুলো
দিবো মুছে তোমার সব হতাশা, যদি মোর সাথে চলো

 

Leave a Comment