আমার মনে মেনেছে, আমার জানে জেনেছে | Amar mone moneche, amar jane janeche

মনমোহন দত্ত

আমার মনে মেনেছে, আমার জানে জেনেছে

Amar mone moneche, amar jane janeche

আমার মনে মেনেছে, আমার জানে জেনেছে

আমার মনে মেনেছে, আমার প্রাণে জেনেছে

তুমি আসবেনা,

নয়নে ছাড়েনা তবু পথ চাওয়া

মনে বলে আসবেনা সে,

নয়ন বলে আসে আসে গো

আমি দাঁড়ায়ে রই পথের পাশে

হলোনা ঘরে যাওয়া ।

বাদল ভরা বিলের মাঝে ছাড়া ভিটের পর

হিজল গাছ ভিজিছে বনে বৃষ্টি থরথর

ওরে পানশি নৌকায় খাটায়ে পাল

মাঝিমাল্লায় গায় ভাটিয়াল গো

হিজল ফুলের গন্ধে মাতাল

উদাসী উতল হাওয়া ।

নয়নে ছাড়েনা তবু পথ চাওয়া…

বাদল বায়ু মেতেছে তার প্রাণের গান গেয়ে

ধানের ক্ষেতে নেচেছে কোন দুলালি মেয়ে

আছে সবুজ ভরা যৌবন অঙ্গে

কবে মিলিবে সোনালি রঙ্গে

আমার জীবন-মিলন ভঙ্গে

বিরহ ব্যথায় ছাওয়া

নয়নে ছাড়েনা তবু পথ চাওয়া…

সরোবরে সরোজিনী মেঘলা প্রভাতে

দিবাকরের কর পরশ মাখে হিয়াতে

ওরে মেঘে যত করে বিলাস

তবু ছাড়েনা মিলন পিয়াস

আমারো তেমনি অভিলাষ

না পাওয়ার পরশ পাওয়া

নয়নে ছাড়েনা তবু পথ চাওয়া……

পাগল বিজয় বলে বিগত কাল বিস্মৃতির পরে

কোন অজানা কারনে আজি ফিরে চাই তারে

তারে রেখে কোন সুদূরে

আমি মত্ত আছি মর্ত্যপুরে

না পাওয়ার এক ব্যথার সুরে

আসার আশে গান গাওয়া

নয়নে ছাড়েনা তবু পথ চাওয়া…

আমারে আসিবার কথা কইয়া

Leave a Comment