Miththa lyrics by Black
Miththa lyrics
Title:Miththa
Band:Black
Band:Black
সময় হ’লো এখন আমার
মুখোমুখি বসবার
বুকের কাছে প্রিয় আগুন
জ্বলে উঠবার।
তোমার সঙ্গে আমি হারিয়ে যাবো
ঘুমের দেশে লুকাব
বাতাসের দিনে হেঁটে যাবো বহুদূর।
সময় হলো এখন তোমার
আমাকে জাগাবার
ভেজা হাতে ছুঁয়ে দিও
আমার সব আর্দ্রতা।
তোমার সঙ্গে আমি হারিয়ে যাবো
ঘুমের দেশে লুকাব
বাতাসের দিনে হেঁটে যাবো বহুদূর।
তোমার সঙ্গে আমি হারিয়ে যাবো
ঘুমের দেশে লুকাব
বাতাসের দিনে হেঁটে যাবো বহুদূর।
তোমার সঙ্গে আমি হারিয়ে যাবো
ঘুমের দেশে লুকাব
বাতাসের দিনে হেঁটে যাবো বহুদূর