MINERVA A Tribute To Bangladeshi Bands

MINERVA A Tribute To Bangladeshi Bands

Title:MINERVA A Tribute To Bangladeshi Bands

Band: Minerva
রেললাইনের ঐ বস্তিতে জন্মেছিলো একটি ছেলে,
মা তার কাঁদে ছেলেটি মরে গেছে
হাইরে হায় বাংলাদেশ… বাংলাদেশ…
বাংলাদেশ… বাংলাদেশ…

[Azam Khan]

 

এই সারাদিনে ছুটাছুটি কিশোর কিশোরী
দাঁড়িইয়া বন্দে বউছি ডাং-গুলি
কানামাছি ভোঁ, ভোঁ যারে পাবি তারে ছোঁ
হইচই সারাদিন আর আনন্দে,
সুলতানা বিবিয়ানা সাহেববাবুর বৈঠকখানা।

ধানক্ষেত মাড়িয়ে পাটক্ষেত ছাড়িয়ে
মেঠোপথে কাশবন দূরে যাই হারিয়ে

নদীমাতা বাংলার পলিজমা চাদরে
হইচই সারাদিন আর আনন্দে
সুলতানা বিবিয়ানাসাহেব বাবুর বৈঠকখানা।

[Nogor Baul]

ঘুমন্ত শহরে রুপালি রাতে
স্বপ্নেরও নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরন জড়িয়ে
আমি আছি ,আছি তোমার স্মৃতিতে
ভালোবাসার সরল বাঁধন চিরে
চলে গেছো এই হৃদয়টাকে ভেঙ্গে,
তুমি আমি এ একি শহরে , তুমি আমি এ একি শহরে…

[Lrb]

মন কেনো মানে না, নিঝুম আঁধার কাটেনা
প্রতীক্ষায় জীবন আমার কেঁদে কেঁদে ক্ষয়ে ক্ষয়ে যাই
হায়ে জ্বালা জ্বালা জ্বালা এ মন জুরে
হায়ে জ্বালা জ্বালা জ্বালা এ অন্তরে (২)

এতো নিষ্ঠুর কেনো হলে…

হায়ে জ্বালা জ্বালা জ্বালা এ মন জুরে
হায়ে জ্বালা জ্বালা জ্বালা এ অন্তরে (2)

এতো নিষ্ঠুর কেনো হলে…

[Miles]

জানালার বাহিরে দেখি কত রং কত উৎসব
পর্দার আড়ালে থেকে দেখি আমি সব
আসতেও চাইনা আমি বাহিরে মাঝ সবার
নিজেকেও ভাবিনা আমি তোমাদের-ই আরেকজন।

একদিন হবে মোদের-ই জয়,
থাকবেনা আর মনে কারো কোন সংশয়
সেইদিন হবে পৃথীবি যে
আলো ঝরা হসি গানে ভরা।

হে সমাজ… আমি চাইনা তোমার আশ্রয়
হে সমাজ… আমি হয়েছি আজ নির্ভয়
আমি দেখতে চাই তোমার স্বকীয়তা
আমি থাকব সবার ভিতর।

হে সমাজ… আজ নেই যে মনে সংশয়।

[Warfaze]

নীল আকাশের নিচে পাখির কলতানে
সবুজ ঘাসে হাঁটছি গীটারটা নিয়ে
মাথার ভেতর নতুন একটা সুর ঘুরে
হঠাৎ করে আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে।

ফুলের সুবাস বাতাসে ভেসে আসে
এত সুখের মাঝেও কেনো চোখে পানি আসে
চারিদিকে আঁধার অশ্লীল কালো
স্রষ্টার কাছে মিনতি দেখাও একটু আলো।

আমার যেনো মৃত্যু হয় সূর্য উঠার আগে
সূর্যের কাছে আমার অনেক ঋণ আছে
তাই আমি দেখতে চাই না এই সূর্যটাকে
আমার যেনো মৃত্যু হয় সূর্য উঠার আগে

[Aurthohin]

বৃষ্টি ভেজা পথে ঢলে পড়ে
সোডিয়ামের সোনার আলো
আমার করতলে তোমার হাত
মনে কি পড়ে সেই রাতগুলো।

সেই পথে আছে আজো সেই মাটি এখনো বৃষ্টি হয়
শুধু তুমি নেই আজ আমার পাশে এই কথা তোমার নয়।

সব পাখি নিড়ে ফেরে
সব নদীর শেষ সাগরে
ঠিকানা বিহীন চলি আমি
নিঃসঙ্গ এক ভবঘুরে…….

আজও আমি ফিরে আসি কিসের টানে
সব কিছু মনে রাখি কি কারণে
কত কথা, কত ব্যথা, আমার মনে
ঝড় হয়ে ঝরে পড়ে, আমার গানে।

[Cryptic Fate]

যা দেখ যা দেখ না ভাঙে যত অনুভুতি চেনা অচেনা

তোমার অনাগত সম্ভাবনায় জমে ঘুণ পোকার আর্তনাদ।
তোমার নীল আকাশ শূন্য চোখে চেয়ে থাকে অন্ধকার দেয়ালে
তোমার আলো জন্ম দেয় মিথ্যে ছায়াকে সম্মোহিত সময়ে।
তোমার জানালায় নীল আকাশ…

আঁধারে নয় আলোতে ভয় দৃশ্যগুলো শব্দময়
শূন্যতার ভিড়ে হারিয়েছে স্তব্ধ সময়
স্বপ্নময় ঘুমে নয় শব্দগুলো দৃশ্যময়
শূন্যতায় নির্বাসিত রয় স্তব্ধ সময়।

[Artcell]

স্পর্শ নয় মৌনতা নয়, পাশাপাশি থাকা
মাটির গভীরে মাটি আর, জলের গভীরে জল
কাব্য নয় রাত জাগা নয়, পাশাপাশি হাঁটা
রোদের ভেতর রোদ, ক্রোধের ভেতরে ক্রোধ

রোদের ভেতর রোদ, ক্রোধের ভেতরে ক্রোধ।

[Black]

বিনিদ্র প্রহর আমি হতাশায়
যাচ্ছি একা কোন অজানায়
পেছনে ফেলে সব
স্মৃতিগুলো আমি অজানায়
চারিদিক শব্দহীন অনন্ত অসীম
উজ্জ্বল আঁধারের মাঝে কায়াহীন।

[Nemesis]

তোমার নি:শ্বাসে কিসের পাপ
তোমার বিশ্বাসে অমানুষের জয়
তোমার আকাশে মৃত্যুর স্বাদ
তোমার গভীরে অশুভ কামনা। (২)

[Arbovirus]

সব, সব, সব…

আঁধার শেষে বিষন্ন চাঁদের আলো

তোমার দরজায় কড়া নাড়ে
সীমাহীন কাতরতায় পড়ে আছে

মুমূর্ষু মানবতা।

[Powersurge]

ছায়াকে বিভক্ত হতে দেখেছি রোদের অভাবে ছায়ার ভেতরে

তারও আগে ধ্রুব স্বরে ভেসে যায় অপরাপর
হিমঘর থেকে বলি
আমার কোনো পৃথক অস্তিত্ব নেই।

[MechaniX]

Leave a Comment