Milon Hobe Koto Dine Lyrics

Milon Hobe Koto Dine Lyrics

লালনগীতি

মিলন হবে কত দিনে

আমার মনের মানুষের সনে।।

চাতক প্রায় অহর্নিশি

চেয়ে আছে কালো শশী।

হব বলে চরণদাসী

তা হয় না কপাল গুণে।।

Milon Hobe Koto Dine Lyrics,

মেঘের বিদ্যুৎ মেঘে যেমন

লুকালে না পায় অন্বেষণ।

কালারে হারায়ে তেমন

ঐ রূপ হেরি এ দর্পণে।।

ঐ রূপ যখন স্মরণ হয়

থাকে না লোকলজ্জার ভয়।

লালন ফকির ভেবে বলে সদাই

Milon Hobe Koto Dine Lyrics,Join Our Facebook Page

Milon Hobe Koto Dine Lyrics,Chirosakha He lyrics চিরসখা হে লিরিক্স

লালনগীতি লিরিক্স,

মিলন হবে কত দিনে লিরিক্স,

আমার মনের মানুষের সনে লিরিক্স,

চাতক প্রায় অহর্নিশি লিরিক্স,

ও প্রেম যে করে সেই জানে লিরিক্স,

Leave a Comment