Title:Michil
Band:Shironamhin
Band:Shironamhin
Michil lyrics
মিছিলের আর কিছু বাকি
কেউ অধিকার খোঁজো নাকি?
গণতান্ত্রিক রূপকথা
সাইনবোর্ড হয়ে ঝুলে থাকি
অযথাই হেঁটে যায় যারা
শ্লোগান দিতেই দিশেহারা
গোলাপের বাগানে বারূদের উত্তাপ জ্বলা তারা
সহসা মিছিলে
সংলাপের দলে
আড্ডায় কোলাহলে
ঝড় উঠে তোলপাড়
কোনো অধিকার বুঝে নেয়া মিছিলে সহসা
তাই হেঁটে হেঁটে যাই
পাল্টাতে চাই হেরে যাওয়া বিপন্ন ভরসা
দুহাতে রক্তের দাগ
হৃদয়ে বরফ ভাঙ্গছেনা বিপ্লবী চেতনা
তাই দেয়াললেখার মানচিত্রে
খুঁজে ফিরি জীবনের ঠিকানা
সহসা একদিন তোমাদের না বলা কথা
মিছিলের শ্লোগান হবে
ঝড় তুলে ভেঙ্গে সব একাকার
শ্লোগানের আঘাতে কতকাল জেগে থাকা
অজস্র তারার ভীড়ে
খুঁজে ফিরি তোমাদের অধিকার
চকচকে গ্লাসে লেগে আছে রক্তের টান
বন্দী জেগে থাকে দু’চোখে অন্ধ স্বপ্ন নিয়ে
বাতাসে ভেসে যায় বারুদের তীব্র ঘ্রান
কতকাল হেরে যেতে হবে আর স্বপ্ন দেখতে গিয়ে?
সহসা মিছিলে
সংলাপের দলে
আড্ডায় কোলাহলে
ঝড় উঠে তোলপাড়
কোনো অধিকার বুঝে নেয়া মিছিলে সহসা
তাই হেঁটে হেঁটে যাই
পাল্টাতে চাই হেরে যাওয়া বিপন্ন ভরসা
দুহাতে রক্তের দাগ
হৃদয়ে বরফ ভাঙ্গছেনা বিপ্লবী চেতনা
তাই দেয়াললেখার মানচিত্রে
খুঁজে ফিরি জীবনের ঠিকানা