মানুষ গুরু মানুষই শিষ্য দৃশ্য হয় সুখেতে লিরিক্স
Manus guro manusi lyrics
মানুষ গুরু মানুষই শিষ্য দৃশ্য হয় সুখেতে।।
মানুষ পিতা মানুষ মাতা, মানুষ ভগ্নি মানুষ ভ্রাত
পুত্র মিত্র দ্বারা সুত, গাঁথা প্রেম সূত্ৰেতে।।
মানুষই মানুষকে মারে, মানুষে মানুষকে ধরে,
মানুষে মানুষ সারে, সারে অসারেতে।।
মানুষ ডোবে মানুষ ভাসে, মানুষ কাঁদে মানুষ হাসে
মানুষ যায় মানুষ আসে, কেবল কর্ম প্রকাশিতে।।
যদি মানুষ হতে খোঁজ, তবে মানুষ মানুষ ভজ
নিতাই বলে নিত্য পূজা, এই মানুষের চরণেতে।।