মানুষ ভজন করবো বলে মনেতে করি বাসনা লিরিক্স | Manus vojon korbe bole lyrics

মানুষ ভজন করবো বলে মনেতে করি বাসনা লিরিক্স

Manus vojon korbe bole lyrics

মানুষ ভজন করবো বলে মনেতে করি বাসনা।।

বনফুলে পুঁজি মানুষ, মনফুল তো ফুটিল না।।

মানব-লীলা সব লীলার সার শুনেছি তাই শ্ৰবণে,

কিরূপে ভজিবো মানুষ তাহার সন্ধান জানিনে,

সেবা কিংবা ভক্তি দিলে

তাই কি মানুষ-ভজা বলে,

চন্দন প্ৰদীপ আর বনফুলে কিসে হয় মানুষের ভজনা।।

মানুষে মনহুঁশ কামনা করি বল কেমনে,

ফুল তুলিতে বেলা গেল, মালা গাথবো কখনে

মম মনসুতা নাইকো ভাল

কেমনে মালা গাথবো বল,

গাঁথতে গাঁথতে গোল কণ্ঠে পরাব কখন।।

ত্ৰিলোকের মনহরা রূপ নরবাপু তাহার স্বরূপ,

পুঁজিলে কি মেলে মানুষ, গঙ্গাজল তুলসী দিলে ধূপ,

উচ্চ করে আসন দিলে

তাই কি মানুষ-ভজা বলে,

শুকচাঁদ সাই মোর কিসে মেলে দীন বকশীর সদা এই ভাবনা।।

Leave a Comment